odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ই-ভিসা চালুর আগে ভিসা স্টিকার সেবা বন্ধ করবে থাই দূতাবাস

odhikarpatra | প্রকাশিত: ১৯ December ২০২৪ ২১:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৯ December ২০২৪ ২১:৪৫

ঢাকার থাইল্যান্ডের দূতাবাস ঘোষণা করেছে, নতুন ই-ভিসা ব্যবস্থা চালু করার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর থেকে ভিসা স্টিকারগুলোর আবেদন গ্রহণ বন্ধ থাকবে।

দূতাবাস এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র ২৪ ডিসেম্বরের আগে জমা দেয়া ভিসা স্টিকারগুলোর আবেদন প্রক্রিয়া করা হবে। ২৪ ডিসেম্বর থেকে ভিসা স্টিকারের জন্য আবেদন গ্রহণ বন্ধ করা হবে।

২ জানুয়ারি, ২০২৫ থেকে সমস্ত থাই ভিসার আবেদন অবশ্যই http://www.thaievisa.go.th ই-ভিসা পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।

ই-ভিসা সিস্টেমে রূপান্তরের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সুবিন্যস্ত ও আধুনিকীকরণে আবেদনকারীগণ আরো বেশি সুবিধা পাবে।



আপনার মূল্যবান মতামত দিন: