odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সচিবালয়ে আগুনে উদ্বিগ্ন বিএনপি

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৪ ১৭:২২

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৪ ১৭:২২

রাজধানীর সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে মধ্যরাতে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বুধবার রাতে আগুনের এ ঘটনায় উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু, দুই/তিনজন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের এ ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমি সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জোর আহবান জানাচ্ছি।’



আপনার মূল্যবান মতামত দিন: