odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

odhikarpatra | প্রকাশিত: ৫ January ২০২৫ ২১:০১

odhikarpatra
প্রকাশিত: ৫ January ২০২৫ ২১:০১


সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ রোববার দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেলকুচি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এখনো যৌথবাহিনী সেখানেই কাজ করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘদিন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০০৯ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।



আপনার মূল্যবান মতামত দিন: