odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চট্টগ্রাম বেতার কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে : তথ্য ও সম্প্রচার সচিব

odhikarpatra | প্রকাশিত: ২৩ January ২০২৫ ২৩:১২

odhikarpatra
প্রকাশিত: ২৩ January ২০২৫ ২৩:১২

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রমকে চট্টগ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, শ্রোতাদের আরো আকৃষ্ট করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রের কর্মকর্তা ও শিল্পীদের উচিত সময়োপযোগী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিবেশন করা।

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারী ও কলা কুশলীদের সাথে মতবিনিময় সভায় তথ্য সচিব আজ বৃহস্পতিবার এসব কথা বলেন।

এর আগে তথ্য সচিব চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কমার্শিয়াল এলাকায় ‘বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পের অধীনে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২০ তলা ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, এলাকার সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের কথা মাথায় রেখে কেন্দ্রের অনুষ্ঠান গ্রহণে অধিকতর মনোযোগী হতে হবে। এ বিষয়ে কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রাম বেতার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তথ্য সচিব।

এসময় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশেদ আল আমিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ হোসেন, প্রধান প্রকৌশলী মুনির আহমেদ, বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মাহফুজুল হক, প্রকল্প পরিচালক আশিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: