odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সরকার, জামায়াত ও বিএনপির মধ্যে দ্বন্দ্ব নেই : জামায়াত

odhikarpatra | প্রকাশিত: ২৫ January ২০২৫ ২২:১১

odhikarpatra
প্রকাশিত: ২৫ January ২০২৫ ২২:১১

সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আজ নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করে বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যৌক্তিক সংস্কার শেষে যৌক্তিক নির্বাচন সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এ যৌক্তিক সময় বলতে এ বছরের শেষে বা আগামী বছরের শুরু হতে পারে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হওয়ার ছয় মাস অতিক্রান্ত হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি কারণ জনগণ বিভাজন চায় না। জাতীয় পর্যায়ের নেতারাও সচেতন আছেন। তাই পরস্পরবিরোধী বক্তব্য দিলেও তা কাউকে অন্যের শত্রুতে পরিণত করবে না বা স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করবে না।’

বিভ্রান্তি এড়াতে বিরোধপূর্ণ বক্তব্য হতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে সতর্কতার সঙ্গে কথা বলতে হবে, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। বিএনপি নির্বাচন চায়, আমরাও তাই চাই। এ বিষয়ে আমাদের মধ্য কোনো বিভাজন নেই।’

নরসিংদী জেলা আমির মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এ এফ এম আব্দুস সাত্তার ও নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার। এছাড়া, প্রায় দুই হাজার জামায়াত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: