odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

জ্বালানি তেলের লিটার প্রতি দাম বেড়েছে এক টাকা

odhikarpatra | প্রকাশিত: ৩১ January ২০২৫ ২৩:০৬

odhikarpatra
প্রকাশিত: ৩১ January ২০২৫ ২৩:০৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে লিটার প্রতি দাম বেড়েছে এক টাকা। এই মূল্য ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে।

এতে ডিজেলের প্রতি লিটার মূল্য ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: