odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সুবিচার প্রতিষ্ঠায় অবিচল থাকবো আমরা : জামায়াত নায়েবে আমির

odhikarpatra | প্রকাশিত: ১ February ২০২৫ ১৮:২৯

odhikarpatra
প্রকাশিত: ১ February ২০২৫ ১৮:২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান   বলেছেন, আমাদের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে আগামীতে দেশে সুবিচার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল থাকবো আমরা।

নায়েবে আমির আজ শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা কার্যালয়ের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে বহু মানুষ যে লক্ষ্যকে সামনে রেখে জীবন উৎসর্গ করেছিলেন, সেই লক্ষ্য অর্জিত হয়নি, দেশের মানুষ স্বাধীনতার সুফল পাননি। স্বাধীনতার পরিবর্তে ৫৪ বছর ধরে পরাধীনতার গ্লানি বাংলাদেশের মানুষ ভোগ করছে। একাত্তরের মুক্তিযুদ্ধ যারা নেতৃত্ব দিয়েছিল তারা অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে পারেনি। তারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার কারণে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানে আত্নত্যাগকারী শহিদদের রক্ত ঋণের উপর দাঁড়িয়ে তৃতীয় স্বাধীনতার হাতছানি আমাদের সামনে। এই স্বাধীনতা হবে দেশে সুবিচার প্রতিষ্ঠার। আর সুবিচার প্রতিষ্ঠা সম্ভব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে। সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্যে কাজ করছি আমরা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি ড. মো. জিয়াউল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সহ সভাপতি মো. মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতে ইসলামী জেলা শাখার আমির ড. মীর নূরুল ইসলাম এবং ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুস সবুর।

সম্মেলনের দ্বিতীয় সেশনে মো. মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং আফতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়



আপনার মূল্যবান মতামত দিন: