odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাবনাবাদ নদী থেকে অজ্ঞত ব্যক্তির লাস উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ৪ February ২০২৫ ১৭:১২

odhikarpatra
প্রকাশিত: ৪ February ২০২৫ ১৭:১২

পটুয়াখালী গলাচিপা রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত ব্যক্তি বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ অজ্ঞত ব্যাক্তি লাশ উদ্ধার করেছেন গলাচিপা থানা পুলিশ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০:৩০ মিনিটের সময়
গোলখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড রাবনাবাদ নদীতে অজ্ঞাত লাশ রাবনাবাদ নদী থেকে উদ্ধার করেন এলাকাবাসী ও থানা পুলিশ স্থানীয় জিলেরা বলেন নদীতে একটি লাশ ভাসতে দেখে গলাচিপা থানা পুলিশকে খবর দেন খবর পেয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদ একটি টিম নিয়ে লাশ উদ্ধার করেন, পরনে ছিলো হাপ হাতার খইরী রং টি শাট ও চেক লুংগি। লাশের গায়ের হালকা পচন ধরেছে কিন্তু চেহারা বুজা যাচ্ছে, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হয় কিন্তু লাশের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, গলাচিপা পটুয়াখালী।

 



আপনার মূল্যবান মতামত দিন: