odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

পল্লবীতে আবাসিক ভবনে আগুনের ঘটনায় বৃদ্ধা নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৫ March ২০২৫ ২৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৫ March ২০২৫ ২৩:৩০

রাজধানীর পল্লবীতে একটি আবাসিক ভবনের রান্না ঘরে লাগা আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মাসুদা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় আগুন লাগার খবর পায় তারা। পল্লবী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাজধানীর পল্লবীতে ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের ৮তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে। পরে ফায়ার সদস্যদের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। মরহুমার মরদেহ রূপনগর থানায় রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: