odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চট্টগ্রামে ঈদের শাড়ি পরে রান্নার সময় আগুন লেগে গৃহবধূর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১ April ২০২৫ ২১:০৩

odhikarpatra
প্রকাশিত: ১ April ২০২৫ ২১:০৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঈদের দিন নতুন শাড়ি পরে রান্না করার সময় চুলার আগুনে পুড়ে উর্মি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


আজ মঙ্গলবার আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়্যবুর রহমান জানান, সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। আগুনে তার শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়। মরদেহ ময়না তদন্তের পর স্বজনরা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে ।

ওসি আরও জানান, এর আগে সোমবার ঈদুল ফিতরের দিন সকালে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর খাসখামা ওয়ার্ডের দেয়াঙ আলী চৌধুরী বাড়ির নিজের ঘরে রান্না করার সময় দগ্ধ হন গৃহবধূ উর্মি আক্তার। সে ওই বাড়ির রাজমিস্ত্রী বাঁচা মিয়ার স্ত্রী এবং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রুদুরা গ্রামের মো. সেলিমের মেয়ে। বছর দেড়েক আগে তাদের বিয়ে হয়। তবে কোনো সন্তান নেই।

ঈদের দিন সকালে নতুন শাড়ি পরে লাকড়ির চুলায় রান্না করতে যায় উর্মি। রান্নার এক পর্যায়ে অসাবধানতাবশত চুলা থেকে তার শাড়িতে আগুন লাগলে তিনি রান্না ঘর থেকে বের হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ি থেকে স্বামী, চাচাতো দেবরসহ প্রতিবেশীরা এসে আগুন নেভায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ‘সকালে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়। মরদেহ বাবার বাড়ি ডুমুরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: