odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

অভিবাসীর প্রত্যাবর্তন ‘সহজ’ করার নির্দেশ মার্কিন সুপ্রিম কোর্টের

odhikarpatra | প্রকাশিত: ১১ April ২০২৫ ১৬:৫২

odhikarpatra
প্রকাশিত: ১১ April ২০২৫ ১৬:৫২

মার্কিন সুপ্রিম কোর্ট ভুলভাবে নির্বাসিত সালভাদরান অভিবাসীর প্রত্যাবর্তন ‘সহজ’ করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের এই নির্দেশনার অভিবাসন মামলায় বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

কিলমার আব্রেগো গার্সিয়া, (২৯) পূর্বাঞ্চলীয় মেরিল্যান্ড রাজ্যে বসবাস করছিলেন। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো ২শ’ জনেরও বেশি ব্যক্তির মধ্যে তিনিও ছিলেন।

নির্বাসিতদের বেশিরভাগই ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সন্দেহভাজন সদস্য ছিলেন। যেটিকে ট্রাম্প প্রশাসন একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

বিচার বিভাগের আইনজীবীরা পরে স্বীকার করেছেন, আব্রেগো গার্সিয়া এক মার্কিন নাগরিকের সাথে বিবাহিত। তাকে প্রশাসনিক ত্রুটির কারণ দেখিয়ে নির্বাসিত করা হয়েছিল।

সুপ্রিম কোর্ট তার স্বাক্ষও বিহীন রায়ে বৃহস্পতিবার সরকারকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘আব্রেগো গার্সিয়ার এল সালভাদরের হেফাজত থেকে মুক্তি ‘সহজ’ করতে এবং তার মামলাটি যাতে ঠিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে। যদি তাকে অন্যায়ভাবে এল সালভাদরে পাঠানো না হত তাহলে তার মামলাটি সঠিকভাবে পরিচালিত হতো বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আব্রেগো গার্সিয়া ২০১৯ সাল থেকে সুরক্ষিত আইনি মর্যাদায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। একজন বিচারক রায় দেন, তাকে নির্বাসিত করা উচিত হবে না কারণ, নিজ দেশে তার ক্ষতি হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: