odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

odhikarpatra | প্রকাশিত: ১৩ April ২০২৫ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ১৩ April ২০২৫ ২৩:৩৯

আট দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। ঐতিহাসিক সেই আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)।

বিশ্বকাপে আমন্ত্রণের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’

বিশ্বকাপের অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের কোন স্পনসর বা আর্থিক সহায়তা নেই বলে জানান মহসিন, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোন স্পনসর নেই। আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের মাটিতে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে লাহোর এবং ফয়সালাবাদের ভেন্যুতে।

বাংলাদেশ ছাড়াও এই বিশ্বকাপে অংশ নিবে স্বাগতিক পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলংকা, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের একটি দল পাঠাবে। যেখানে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং এক জন আম্পায়ার থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: