odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলিসহ মাদক কারবারি আটক

odhikarpatra | প্রকাশিত: ২১ April ২০২৫ ২০:৪০

odhikarpatra
প্রকাশিত: ২১ April ২০২৫ ২০:৪০

চট্টগ্রামে ৩০ হাজার পিচ ইয়াবা, টাকা ও অস্ত্রসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। আজ জেলার আনোয়ারা উপজেলার গহিরা সমুদ্র উপকূল এলাকায় কোস্টগার্ডের এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, সোমবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, তিনটি দেশি অস্ত্র, নগদ ১৭ হাজার ২৪০ টাকাসহ মাদক কারবারি মো. শওকত আলীকে আটক করে কোস্টগার্ড।

তিনি জানান, উদ্ধার করা অবৈধ অস্ত্র, গুলি, ইয়াবা, নগদ টাকা ও আটক কাঠের বোট জব্দ করা হয়েছে এবং আটক মাদক কারবারি শওকত আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারিসহ কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে



আপনার মূল্যবান মতামত দিন: