odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নীলফামারীতে হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী

odhikarpatra | প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:৫৭

নীলফামারী জেলায় আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ১০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব হুইল চেয়ার বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা দপ্তর আয়োজিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন



আপনার মূল্যবান মতামত দিন: