odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ঝিনাইদহে বিদ্যুতের ছেড়া তারে হাত দিয়ে প্রাণ গেল শিশুর

odhikarpatra | প্রকাশিত: ১ May ২০২৫ ১৮:১৫

odhikarpatra
প্রকাশিত: ১ May ২০২৫ ১৮:১৫

বৈদ্যুতিক ছেড়া তারে হাত দিয়ে জেলার মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইলমা (৬) উপজেলার ফতেপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার স্ত্রী সন্তানকে নিয়ে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আজ দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিল ইলমা। এ সময় বিদ্যুৎ সংযোগের একটি ছেঁড়া তার পড়ে ছিল। অসাবধানতাবশত শিশুটি ওই বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: