odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

মহামানবদের বচন কালেরসীমা অতিক্রম করে মানুষকে সত্যের পথ দেখায় : তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ১০ May ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১০ May ২০২৫ ২৩:৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহামানবদের বচন কালেরসীমা অতিক্রম করে বিভ্রান্ত মানুষকে সত্যের পথ দেখায় এবং কল্যাণের পথে যেতে প্রেরণা যোগায়।

তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।

তারেক রহমান বরেন, মহামতি গৌতম বুদ্ধ ছিলেন অহিংস, ন্যায় ও সাম্যনীতির এক চিরকালীন কন্ঠস্বর। তাঁর অনুশাসনও ছিল আত্মজয় ও আত্মপ্রতিষ্ঠার পক্ষে।

এ উপলক্ষে তিনি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানান। একই সাথে বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান।

বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে ‘বুদ্ধ পূর্ণিমা’ উদযাপিত হয়।

তারেক রহমান জানান, মহামানব গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন। বৈশাখ মাসের এই পূর্ণিমাতেই মহামানব বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলেই এ দিনটি বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। বৌদ্ধ পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের জন্ম হয় এবং বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। অহমের মাত্রাকে অতিক্রম করে তিনি অসীম জ্ঞান লাভ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: