odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

নাগরিকদের গ্রেফতার করায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৫ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৫ ২৩:৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ ক’জন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে তেহরানে একজন ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান, সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।


ইরনা বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, যুক্তরাজ্যে বেশ ক’জন ইরানি নাগরিকের গ্রেপ্তারে পর রোববার তেহরানে ব্রিটিশ চার্জ ি দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। এই গ্রেফতারকে ‘রাজনৈতিক  উদ্দেশ্য প্রণোদিত’ বলে অভিহিত করা হয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারকৃত তিন ইরানিকে শনিবার লন্ডনের একটি আদালতে হাজির করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নাম মোস্তফা সিপাহভান্দ (৩৯), ফরহাদ জাভেদি মানেশ (৪৪) এবং শাপুর কালেহালি খানী নূরী (৫৫) বলে শনাক্ত করা হয়। ৩ মে তাদের গ্রেফতার করা হয়। তারা সকলেই লন্ডনে বসবাস করেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা অনিয়মিত অভিবাসী। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ছোট নৌকা বা অন্য কোনও উপায়ে যুক্তরাজ্যে আসে।

যুক্তরাজ্য পুলিশ জানায়, কথিত গুপ্তচরবৃত্তির ঘটনাটি ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সংঘটিত হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ৯ মে চতুর্থ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

৩ মে পৃথক তদন্তে আরো পাঁচ জন ইরানিকেও গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক চারজনকে পরে মুক্তি দেওয়া হয়েছে, তবে তদন্ত ‘সক্রিয় ও চলমান’ রয়েছে। 

পঞ্চম জনকে এর আগে মে মাসে জামিন দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: