odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার

odhikarpatra | প্রকাশিত: ২১ May ২০২৫ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২১ May ২০২৫ ২৩:৪৫

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ গত বছর কারামুক্তির পর ভালো মতোই সুস্থ হয়ে উঠেছেন বলে জানালেন তার স্ত্রী। বুধবার কান চলচ্চিত্র উৎসবে তাঁর ওপর নির্মিত একটি নতুন প্রামাণ্যচিত্রের প্রিমিয়ারের আগে এ কথা বলেন তিনি। ওই প্রামাণ্যচিত্রে প্রকাশ করা হয়েছে আসাঞ্জের আগে কখনো না-দেখা ব্যক্তিগত মুহূর্ত।


কান থেকে এএফপি জানায়, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ইউজিন জারেকির তৈরি প্রামাণ্যচিত্রটির প্রচারে অংশ নিতে কানসে এসেছেন আসাঞ্জ। মঙ্গলবার ছবির ফটোসেশনে তিনি গাজার নিহত শিশুদের নাম লেখা একটি টি-শার্ট পরে হাজির হন।

৫৩ বছর বয়সী এই সাবেক হ্যাকার যদিও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তার স্ত্রী স্টেলা আসাঞ্জ বলেন, ‘তিনি তখনই কথা বলবেন, যখন তিনি প্রস্তুত হবেন।’

স্পেনিশ-সুইডিশ আইনজীবী স্টেলা এএফপিকে বলেন, ‘(অস্ট্রেলিয়ায়) আমাদের বাড়ির পাশে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। জুলিয়ান প্রকৃতিপ্রেমী। তিনি সবসময়ই এমন ছিলেন। তিনি শারীরিক ও মানসিকভাবে সত্যিই সুস্থ হয়ে উঠেছেন।’

উইকিলিকসে প্রকাশিত মার্কিন সামরিক ও কূটনৈতিক গোপন দলিল সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এক সমঝোতার পর গত বছরের জুনে ব্রিটেনের একটি উচ্চ-নিরাপত্তা বিশিষ্ট কারাগার থেকে মুক্তি পান আসাঞ্জ।

তার আগে পাঁচ বছর তিনি ব্রিটিশ কারাগারে বন্দি ছিলেন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়াতে, এবং আরও সাত বছর লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জারেকি বলেন, তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান’ আসাঞ্জকে ঘিরে প্রচলিত বিবরণ সংশোধনের চেষ্টা করেছে। কারণ তাঁর পদ্ধতি ও ব্যক্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও তিনি এক বিশেষ অবস্থানে ছিলেন।

জারেকি বলেন, ‘আমি মনে করি, জুলিয়ান আসাঞ্জ নিজের জীবন বিপন্ন করেছিলেন কেবল এই নীতির কারণে যে, সাধারণ মানুষ যেন জানতে পারে বিশ্বজুড়ে করপোরেশন ও সরকারগুলো গোপনে কী করছে।’

‘যে কেউ যদি নিজের জীবনের কয়েকটি বছর নীতির জন্য ত্যাগ করে, আমি মনে করি, তাঁকে নায়কোচিত গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে দেখতে হয়।’

এই প্রামাণ্যচিত্রে স্টেলার সরবরাহকৃত ব্যক্তিগত ভিডিও ফুটেজ রয়েছে। স্টেলা প্রথমে উইকিলিকসে আইন উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং পরে আসাঞ্জের সঙ্গে ইকুয়েডরের দূতাবাসে অবস্থানকালে তাঁদের দুই সন্তান হয়।

এতে আরও বক্তব্য রয়েছে এমন ব্যক্তিদের, যারা আসাঞ্জকে নজরদারি করেছিল। এর মধ্যে রয়েছেন এক বেসরকারি নিরাপত্তা কর্মী, যিনি জানিয়েছেন যে, তিনি ইকুয়েডরের দূতাবাসে গোপন শ্রবণযন্ত্র বসিয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করেছিল।

এই প্রামাণ্যচিত্রে আরও আছেন আসাঞ্জের বন্ধু ও সাবেক ‘বে-ওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন, হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন এবং অস্ট্রেলীয় মানবাধিকার আইনজীবী জেনিফার রবিনসন।

--সমালোচনা--

আসাঞ্জের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, বিশেষ করে মার্কিন কূটনীতিকদের সঙ্গে কথা বলা তথ্যদাতাসহ ব্যক্তিদের নামযুক্ত অপরিবর্তিত নথি প্রকাশ করে তিনি তাদের ঝুঁকির মুখে ফেলেছেন- এমন সমালোচনার জবাব দেন জারেকি।

তার দাবি, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির ই-মেইল ফাঁসের ঘটনায় উইকিলিকস ও রাশিয়ার গোয়েন্দা সংস্থার মধ্যে কোনো সংশ্লিষ্টতা ছিল—এমন অভিযোগেরও ভিত্তি নেই।

মার্কিন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার ওই নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে জানান, রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগ ডেমোক্রেটিক পার্টির ই-মেইল হ্যাক করে উইকিলিকসে দেয়। তবে জারেকির বক্তব্য, ‘ডেমোক্রেটিক পার্টির লোকজন ছাড়া আর কেউ উইকিলিকস ও রাশিয়ার মধ্যে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ খুঁজে পায়নি।’

ইকুয়েডরের সাবেক বামপন্থী প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া, যিনি আসাঞ্জকে লন্ডনে নিজ দেশের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন, বুধবার সন্ধ্যায় ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকার কথা।

এর আগে সোমবার কান উৎসবে জারেকি তাঁর ২০১৮ সালের এলভিস প্রিসলিকে নিয়ে নির্মিত ‘দ্য কিং’ুএর জন্য প্রথমবার প্রবর্তিত গোল্ডেন গ্লোব ডকুমেন্টারি পুরস্কার লাভ করেন।

চলতি বছরের কান উৎসবকে সাম্প্রতিক সময়ের অন্যতম রাজনৈতিক উৎসব বলা হচ্ছে। গাজায় ‘গণহত্যা’ চলছে- এ দাবি করে হলিউডের শীর্ষ তারকাসহ শত শত চলচ্চিত্রকর্মী একটি উন্মুক্ত চিঠিতে স্বাক্ষর করেছেন।

ওই বিবৃতিতে গাজার তরুণ ফটোসাংবাদিক ফাতিমা হাসুনার কথাও উল্লেখ করা হয়েছে, যিনি ‘পুট ইয়োর সোল ইন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ প্রামাণ্যচিত্রে ছিলেন এবং যাকে ইসরাইল হত্যা করেছে। ছবিটি গত সপ্তাহে কানে প্রদর্শিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: