odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

চীনে ভূমিধসে কমপক্ষে ১৯ জন আটকা পড়েছে

odhikarpatra | প্রকাশিত: ২২ May ২০২৫ ১৯:৪৯

odhikarpatra
প্রকাশিত: ২২ May ২০২৫ ১৯:৪৯

 চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে বৃহস্পতিবার ভূমিধসে কমপক্ষে ১৯ জন আটকা পড়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পাহাড়ি অঞ্চলে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি জানিয়েছে, দাফাং কাউন্টির পৃথক অংশে দু’টি ভূমিধসের ঘটনা ঘটে। প্রথমটি স্থানীয় সময় ভোর ৩টার দিকে এবং আরেকটি সকাল ৯টায়।

এতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে ধ্বংসাবশেষের মধ্যে ১৯ জন আটকা পড়েছেন।’

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তারা উদ্ধারকারী দলগুলোকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর আহ্বান জানিয়েছে।

কিন্তু মন্ত্রণালয় বলেছে, প্রত্যন্ত অঞ্চলটি ‘উঁচু এবং খাড়া’ থাকায় উদ্ধার কার্যক্রম ‘কঠিন’ হয়ে পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: