odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নারীদের মাদক গ্রহণ প্রসঙ্গে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার : বাংলাফ্যাক্ট

odhikarpatra | প্রকাশিত: ১২ June ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১২ June ২০২৫ ২৩:৫৭

নারীদের মাদক গ্রহণ প্রসঙ্গে গণমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে বলে সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘‘গত ১০ জুন দেশীয় গণমাধ্যম বার্তাবাজার নারীদের মাদকগ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য নিয়ে একটি ফটোকার্ড ও সংবাদ প্রকাশ করে। গণমাধ্যমটির ফটোকার্ড ও সংবাদের শিরোনাম ছিল- ‌‘সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা’।’’

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘এই শিরোনাম ও বিস্তারিত সংবাদ পড়ে মনে হতে পারে- সুন্দর ড্রেস পরা মেয়েদের বেশিরভাগই মাদকের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।’

বাংলাফ্যাক্ট জানায়, প্রকৃতপক্ষে, তিনি এমন মন্তব্য করেননি। মূলত তিনি গত ১০ জুন কাশিমপুরে মহিলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে বলেন, "আমি মনে করি যে, আটক যারা এরাও বেশিরভাগই মাদকী। এইযে মেয়েরা দেখলাম.. দ্যাখেন যে, সুন্দর ড্রেস ট্রেস পরা আছে.. ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত।’

বাংলাফ্যাক্ট জানায়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে শুধুমাত্র মহিলা কারাগারের কয়েদীদেরকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন। তিনি সুন্দর ড্রেস পরা অন্যান্য মেয়েদের উদ্দেশ্যে এসব কথা বলেননি।’

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।



আপনার মূল্যবান মতামত দিন: