odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

odhikarpatra | প্রকাশিত: ১৪ June ২০২৫ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৪ June ২০২৫ ২৩:৫৫

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় আজ পানিতে ডুবে শরীফ (৩) এবং আরাফাত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে শরীফ এবং একই গ্রামের ওমর আলীর ছেলে আরাফাত।

পুলিশ ও স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে দুই শিশু শরীফ ও আরাফাত পুকুর পাড়ে খেলা করছিল। পরে দুইশিশু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে এলাকাবাসী দুই শিশুকে পুকুরে ভাসতে দেখেন। গুরুতর অবস্থায় শিশু শরীফ ও আরাফাতকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: