odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ট্রাম্প ঘোষিত শুল্কের চেয়ে ‘ভালো চুক্তি’ চান থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ৮ July ২০২৫ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৮ July ২০২৫ ২৩:৫৮

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দেশটির উপর ৩৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তার চেয়ে ‘ভালো চুক্তি’ তিনি চান।


ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ট্রাম্প থাইল্যান্ডসহ একাধিক দেশের উদ্দেশে চিঠি পাঠিয়ে এই উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিলেও আলোচনার সময়সীমা আগামী ১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বজায় রাখা ।

ফুমথাম ওয়েচায়াচাই আরও বলেন, ‘আমরা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করব। আমি আশা করি, আমরা একটি ভালো চুক্তি অর্জন করতে পারব।



আপনার মূল্যবান মতামত দিন: