odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল “

odhikarpatra | প্রকাশিত: ২৯ July ২০২৫ ১৮:৪৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ July ২০২৫ ১৮:৪৬

যুক্তরাস্ট্র প্রতিনিধি 

 “প্রবাসজীবনের সীমাহীন ব্যস্ততার মাঝেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না—এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার । সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এই সাংবাদিকের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে”-এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন বক্তারা । খবর আইবিএননিউজ ।

গতি শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই আয়োজনে বইপ্রেমী মানুষের মিলনমেলা বসে।এতে
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
বিশেষ আলোচক ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার এবং খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।

প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব।
বক্তারা বলেন— “প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। মরুপ্রান্তরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে কলম চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর লেখা নিঃসন্দেহে পাঠকদের নতুন দিগন্তের সন্ধান দেবে। এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি আরও লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহেদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়্যদ মনজুর মোরশেদ, অধ্যাপক পুলক কুমার বড়ুয়া, অধ্যাপক জাহাঙ্গীর গনি, কবি ওবাইদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাকিকুল ইসলাম খোকন

যুক্তরাস্ট্র প্রতিনিধি। 



আপনার মূল্যবান মতামত দিন: