odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে।

odhikarpatra | প্রকাশিত: ৫ September ২০২৫ ২৩:২৬

odhikarpatra
প্রকাশিত: ৫ September ২০২৫ ২৩:২৬

 

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম আরও কঠোরভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। সম্প্রতি দেশটির অভিবাসন কর্তৃপক্ষ বেশ কয়েকজন বাংলাদেশিকে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে বিমানযোগে ঢাকায় ফেরত পাঠিয়েছে।

এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, অভিবাসীদের এভাবে শৃঙ্খলিত করে পাঠানো আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির লঙ্ঘন। তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অবৈধভাবে প্রবেশ করেছে তাদের আইন অনুযায়ী ফেরত পাঠানো হচ্ছে এবং এটি নিরাপত্তাজনিত নিয়মাবলির অংশ।

অন্যদিকে, বাংলাদেশ সরকার বলছে, ফেরত আসা প্রতিটি নাগরিকের পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিদেশে অবৈধ অভিবাসন ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ—এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থানের অভাব ও উন্নত জীবনের আকাঙ্ক্ষা মানুষকে অবৈধ পথে বিদেশে যেতে প্রলুব্ধ করছে। এর ফলে কঠোর আইন প্রয়োগের কারণে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন: