odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থীর নেতৃত্বে প্যানেল ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫

রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়লেন এক নারী শিক্ষার্থী। রাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নারী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং তার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেলের নাম ঘোষণা করা হয়। প্যানেলের নেতৃত্বে থাকা ওই নারী শিক্ষার্থী জানান, রাকসুতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, “রাকসু কেবল ছাত্ররাজনীতির কেন্দ্র নয়, এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার প্রতীক। আমরা চাই নারীরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমানভাবে অংশ নিক। আমাদের প্যানেল শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধান, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানি প্রতিরোধ এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার জন্য কাজ করবে।”

প্যানেলের অন্যান্য সদস্যরাও শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী নানা দাবি তুলে ধরেন। তারা জানান, স্বচ্ছ ভোট, সুষ্ঠু নির্বাচন ও নিরপেক্ষ প্রশাসনের দাবি পূরণ না হলে গণআন্দোলন গড়ে তোলা হবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ রাকসুর রাজনীতিতে নারীর অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, প্রথমবারের মতো নারী নেতৃত্ব ক্যাম্পাস রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: