odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৫ ২৩:৫৯

রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতি আবির হোসেন (২৭), পিরোজপুর জেলা ছাত্রলীগ কর্মী নাদিম তালুকদার (১৯), ভোলা জেলা ছাত্রলীগ নেতা মো. শুক্কুর হাওলাদার (২৫), ঢাকা জেলা ছাত্রলীগ কর্মী মো. নাজমুল (১৯), ব্রাক্ষণবাড়িয়া ছাত্রলীগ নেতা মো. জুয়েল (৩০), টাঙ্গাইলের ছাত্রলীগ কর্মী মো. রানা (১৯), মাদারীপুর ছাত্রলীগ নেতা শিহাব মুন্সি  (২৫), কিশোরগঞ্জের মো. মিজানুর রহমান (৪৫),  মো. নাবেদ আহম্মেদ নব (২৪), ময়মনসিংহের সঞ্জিব ইসলাম ও নেত্রকোণার মো. রোমান মিয়া (৩২)।
এর আগে গতকাল শুক্রবার মিছিল শেষে পালানোর সময় তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ১২ সেপ্টেম্বর দুপুর ২.৫০ মিনিটে আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীর রমনা থানার বাংলামোটরের রুপায়ণ টাওয়ারের সামনে মিছিল করে। সরকারবিরোধী বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করে সন্ত্রাস বিরোধী আইনে অপরাধ করেছে। এ ঘটনায় গতকাল রমনা থানায় মামলা দায়ের করে পুলিশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: