odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৫ September ২০২৫ ১৯:২৬

odhikarpatra
প্রকাশিত: ১৫ September ২০২৫ ১৯:২৬

বাগেরহাট, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (অধিকার পত্র ডটকম): বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় বালুবাহী একটি ট্রলির চাপায় পার্থ টিকাদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনার বিবরণ

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাচনা-আঙরা সড়কের কাচনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পার্থ টিকাদার ওই এলাকার নৃপেন টিকাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উদয়পুর গ্রামের করিমের মালিকানাধীন একটি অবৈধ বালুবাহী ট্রলি বেপরোয়া গতিতে চলার সময় শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় ক্ষোভ

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, সড়কে অবৈধ ট্রলি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: