odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও ছিনতাইয়ের অভিযোগে আটক

odhikarpatra | প্রকাশিত: ১৬ September ২০২৫ ১৯:০০

odhikarpatra
প্রকাশিত: ১৬ September ২০২৫ ১৯:০০

নিজস্ব প্রতিবেদক

ঢাকা │ ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে হঠাৎ করে আয়োজিত আওয়ামী লীগের এক ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থল থেকে অন্তত কয়েকজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মিছিলটি শুরু হয় এবং এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের সুযোগে কিছু দুর্বৃত্ত ছিনতাইয়ের চেষ্টা চালায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো কোনো আহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। যেসব ব্যক্তি আইনশৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে, যাতে বিস্ফোরণ ও ছিনতাইকারীদের শনাক্ত করা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: