odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
বীমা খাতের টেকসই উন্নয়নে স্বচ্ছতা ও গ্রাহক সুরক্ষার ওপর জোর

প্রস্তাবিত বীমা আইন সংশোধন নিয়ে আইআরএফ সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ১৬ September ২০২৫ ২১:৩০

odhikarpatra
প্রকাশিত: ১৬ September ২০২৫ ২১:৩০

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৫ – বীমা আইন ২০১০-এর প্রস্তাবিত সংশোধন নিয়ে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)-এর সদস্যদের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর বিজয়নগরে সিএমজেএফ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বীমা আইন সংশোধনের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইন্স্যুরেন্স নিউজ বিডি’র সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক

বীমা আইন সংশোধন: সুবিধা এবং অসুবিধা’ শীর্ষক কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। এতে আইআরএফ সভাপতি গাজী আনোয়ারুল হক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী, এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, প্রস্তাবিত বীমা আইন সংশোধন দেশের বীমা খাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও আধুনিক করবে। একই সঙ্গে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বাড়াতে সংশোধনের গুরুত্ব অপরিসীম।



আপনার মূল্যবান মতামত দিন: