odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

রাকসু-চাকসু নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী

odhikarpatra | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৯

ঢাকা | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশ্বাস দেন।

তিনি বলেন,

  • ভোটার তালিকা ও ছবি সংবলিত আইডি কার্ডের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
  • ভোটকেন্দ্র, ব্যালট বাক্স, গণনা পদ্ধতি সবকিছু আগাম পরিকল্পনায় রয়েছে।
  • আগের ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও উন্নত ও আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হবে, যেন ভোট চলাকালীন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

????️ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা চাই এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এছাড়া শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার বলেন,

“ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাকসু-চাকসু নির্বাচনকে আরও কার্যকর ও আধুনিক করা হবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও জানায়, নির্বাচন কমিশনকে সহায়তার জন্য প্রশাসনিক ও কারিগরি টিম প্রস্তুত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: