
সাভার, ঢাকা | ২৫ সেপ্টেম্বর ২০২৫
মূল তথ্য:
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত সাভার মহিলা কৃষি প্রশিক্ষণকেন্দ্রে ৪৯তম ব্যাচের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। দেশের যেকোনো জেলার ১৮ থেকে ৪০ বছর বয়সী নারীরা চারটি বিষয়ে বিনা খরচে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিটি প্রশিক্ষণ তিন মাস মেয়াদি এবং সম্পূর্ণ আবাসিক সুবিধাসহ পরিচালিত হবে। প্রশিক্ষণার্থীদের মাসিক ৩০০ টাকা ভাতা প্রদান করা হবে।
উপলভ্য কোর্সসমূহ:
✅ মাশরুম চাষ ও জৈব চাষাবাদ (আসন সংখ্যা ১০, যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি)
✅ পেস্ট্রি ও বেকারি প্রোডাকশন (আসন সংখ্যা ১৫, যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি)
✅ ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং (আসন সংখ্যা ১৫, যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি)
✅ বেসিক কম্পিউটার (অফিস অ্যাপ্লিকেশন) (আসন সংখ্যা ২০, যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস)
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর ২০২৫, সকাল ১০টায়, মহিলা কৃষি প্রশিক্ষণকেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ), জিরাবো, সাভারে। নির্বাচিত প্রার্থীদেরকে সেদিন থেকেই প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করতে হবে।
কর্তৃপক্ষের বক্তব্য:
মহিলাবিষয়ক অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা মহিলাবিষয়ক অধিদপ্তরের স্বীকৃত সনদ প্রদান করা হবে। পাশাপাশি প্রতি ব্যাচে শিক্ষাসফরের ব্যবস্থা এবং যোগ্য প্রশিক্ষণার্থীদের জাপানে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ ও দুই কপি ছবি (সত্যায়িত) ডাকযোগে, কুরিয়ার বা ই-মেইলে (atcdwa@gmail.com) পাঠাতে হবে। জেলা/উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার সুপারিশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: