
অধিকার পত্র ডেস্ক | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনায় তার দলের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান এই প্রখ্যাত গায়ক। ঘটনার পরপরই বিশেষ তদন্ত শুরু হয়। তদন্তের প্রথম ধাপেই গ্রেফতার করা হলো তার সহকর্মী ড্রামারকে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আসামের গরিগাঁওয়ে নিজ বাড়ি থেকে শেখরজ্যোতিকে আটক করে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, জুবিনকে ডাইভিংয়ে আমন্ত্রণ করেছিলেন তিনিই। কিন্তু পানিতে নামার পর আর জীবিত ফিরে আসতে পারেননি গায়ক।
এর পাশাপাশি গুয়াহাটির দাতলপাড়ায় ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ম্যানেজারের বাড়ির সামনে ভক্ত ও সাধারণ মানুষ ভিড় জমিয়ে বিক্ষোভ করেন। তারা অভিযোগ তোলেন, গায়কের মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী এবং তার গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে মারা যান জুবিন গার্গ। স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়, তিনি সাঁতার কাটার সময় ডুবে যান। তবে পরিবার, ভক্ত এবং সহকর্মীদের অনেকেই এটিকে রহস্যজনক মৃত্যু বলে মনে করছেন।
রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা হবে। প্রয়োজনে এ ঘটনা নিয়ে সিবিআই তদন্ত করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: