odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

এক টাইম ভিসা: GCC’র শেংজেন-স্টাইল পারমিট চালু হবে এই বছরের শেষভাগে

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৫ ২৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৫ ২৩:৪৮

অধিকার পত্র ডটকম ডেস্ক ল

ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: গাল্ফ কোঅপারেশন কাউন্সিল (GCC) ২০২৫ সালের শেষ ত্রৈমাসিকে এক নতুন “GCC Grand Tourist Visa” বা একক ভ্রমণকর্তা ভিসা চালুর পরিকল্পনা করছে। Khaleej Times–এর তথ্য অনুযায়ী, এই ভিসার মাধ্যমে বিদেশি পর্যটকরা একটি একক ভিসার মাধ্যমে ছয়টি GCC দেশ পর্যটন করতে পারবেন।
GCC–র নতুন এই ভিসা হবে শেংগেন ভিসার অনুরূপ — একটি ভিসা দিয়ে একাধিক দেশে যাওয়া যাবে। UAE অর্থ ও পর্যটন মন্ত্রী এবং Emirates Tourism Council-এর চেয়ারম্যান অল মারি জানিয়েছেন, এটি “গভীর আঞ্চলিক সংহতির জন্য একটি কৌশলগত পদক্ষেপ” এবং গাল্ফ এলাকা পুরোপুরি একটি ইউনিফাইড ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
উল্লেখ্য, যদিও পরিকল্পনাটি চূড়ান্ত স্তরে পৌঁছেছে, কিন্তু ভিসার মেয়াদ, খরচ এবং কার্যকর তারিখ এখনও প্রকাশিত হয়নি।
পর্যটন ও অর্থনীতির ক্ষেত্রে এই ভিসা বড় বদল আনতে পারে। বিশেষভাবে, ধর্মীয় ও অবসরভিত্তিক (bleisure) পর্যটনে ক্ষেত্রেই দেশগুলো বিশেষ সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৪ সালে GCC–র দেশগুলোতে UAE–তে গিয়েছে প্রায় কোটি পর্যটক — শুধু GCC থেকেও ৩.৩ মিলিয়ন মানুষ গিয়েছিল, যা মোট হোটেল অতিথির ১১ % ছিল।
আপনি চান, আমি এই সংবাদ বাংলা পত্রিকায় ছাপানো মতো আরও পরিমার্জিত লিখে দিই? অথবা কোনো নির্দিষ্ট দিক (পর্যটন, অর্থনীতি, ভিসানীতি) ফুটিয়ে তুলে লিখি?



আপনার মূল্যবান মতামত দিন: