odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বালিকা বধূ” অভিনেত্রী অবিকা গোরের সঙ্গে বিয়ে করলেন রিয়েলিটি তারকা মিলিন্দ চান্দওয়ানি

odhikarpatra | প্রকাশিত: ১ October ২০২৫ ১৫:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১ October ২০২৫ ১৫:৫৪

অধিকার পত্র ডেস্ক 

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অবিকা গোর (অভিনয় করেছেন বালিকা বধূ–তে) ও তার দীর্ঘদিনের বন্ধু মিলিন্দ চান্দওয়ানি ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিয়ে করেছেন। তাদের বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে রিয়েলিটি শো পতি, পত্নী অর পাঙ্গা–এর সেটে, যা সম্প্রচারিত হয়েছে কালার্স টিভিতে।

অবিকা গোর তার ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, “বালিকা থেকে বধূ পর্যন্ত”।



আপনার মূল্যবান মতামত দিন: