odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বলিউড বাদশাহ শাহরুখ খান হয়েছেন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা অমিতাভকেও ছাড়ালেন

odhikarpatra | প্রকাশিত: ১ October ২০২৫ ২৩:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১ October ২০২৫ ২৩:৩৪

 অধিকার পত্র ডটকম ডেস্ক 

বলিউডের কিং শাহরুখ খান আবারও আলোচনায়। এবার শুধু পর্দায় নয়, সম্পদের দিক থেকেও নতুন রেকর্ড গড়লেন তিনি। ভারতের সবচেয়ে ধনী অভিনেতার খেতাব এখন শাহরুখ খানের দখলে। এই যাত্রায় কিংবদন্তি অমিতাভ বচ্চনকেও তিনি পিছনে ফেলে দিয়েছেন।

শাহরুখ খানের বিপুল সম্পদের পরিমাণ তাঁকে কেবল বলিউড নয়, আন্তর্জাতিক বিনোদন দুনিয়ার শীর্ষ সারিতে জায়গা করে দিয়েছে।বর্তমানে শাহরুখের সম্পত্তির পরিমাণ ১২,৪৯০ কোটি টাকা। এই পরিমাণ সম্পত্তি নিয়েই তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়েছেন।

জানা যাচ্ছে, তিনি আন্তর্জাতিক কয়েকজন তারকাকেও ছাড়িয়ে গেছেন। সেই তালিকায় রয়েছেন বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফ্‌টও, যাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার।

শাহরুখের এই সাফল্যের পেছনে তাঁর তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব, সুপারহিট সিনেমা, বিজ্ঞাপন চুক্তি, প্রযোজনা সংস্থা ও বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ বড় ভূমিকা রেখেছে।

ভক্তদের মতে, শাহরুখখান শুধু বলিউডের বাদশাহ নন,তিনি এখন সম্পদের সাম্রাজ্যেরও সম্রাট। 



আপনার মূল্যবান মতামত দিন: