
অধিকারপত্র ডটকম ডেক্স:
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরের ফাঁকে ডিজিটাল মাধ্যম জিটিও’র মেহদি হাসানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতাদেশ, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, তাঁকে ফেরানোর বিষয়ে ভারতীয় অবস্থান এবং সমালোচনার জবাব নিয়ে কথা বলেছেন। অধিকারপত্র ডটকমের পাঠকদের জন্য দ্বিতীয় পর্ব প্রকাশ করা হলো।
মেহদি হাসান: জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দমনমূলক পদক্ষেপে গত গ্রীষ্মে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশ এখন আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে। কিন্তু তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং নরেন্দ্র মোদির সুরক্ষায় রয়েছেন। তাঁকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আপনার বারবার আহ্বান সাড়া পায়নি। আপনি কি মনে করেন, ভারত কখনো তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাবে?
অধ্যাপক ইউনূস: যদি ভারতের হাতে সিদ্ধান্তের সুযোগ থাকে, তবে সম্ভবত তারা তাঁকে রাখবে। তবে কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
মেহদি হাসান: তাহলে ভারতের স্বার্থ কী শেখ হাসিনাকে ধরে রাখায়?
অধ্যাপক ইউনূস: তাঁকে তারা সবসময় সমর্থন করে এসেছে। যারা তাঁর পাশে ছিল, তারা হয়তো এখনো আশা করছে, তিনি আবারও বাংলাদেশে ফিরে বিজয়ীর মতো আবির্ভূত হবেন।
মেহদি হাসান: নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তিনি (শেখ হাসিনা) ভার্চুয়ালি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করছেন। এটা কি ইঙ্গিত দেয় যে ভারত তাঁকে আবার ক্ষমতায় ফেরাতে চায়?
অধ্যাপক ইউনূস: আমি সরাসরি এভাবে বলব না। তবে এ সম্ভাবনা আছে যে বাইরের কিছু শক্তি তাঁকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমরা এ বিষয় নিয়ে সবসময়ই সতর্ক।
মেহদি হাসান: এ নিয়ে কি মোদির সঙ্গে আপনার কথা হয়েছে?
অধ্যাপক ইউনূস: হ্যাঁ, আমি তাঁর সঙ্গে কথা বলেছি।
মেহদি হাসান: যখন আপনি হাসিনাকে ফেরানোর বিষয়টি তুললেন, মোদির প্রতিক্রিয়া কী ছিল?
অধ্যাপক ইউনূস: আমি তাঁকে বলেছিলাম—আপনারা যদি তাঁকে রাখতেই চান, সেটা আপনাদের বিষয়। তবে অন্তত এটুকু নিশ্চিত করুন যে তিনি বাংলাদেশের বিষয়ে কিছু বলবেন না।
মেহদি হাসান: অর্থাৎ এটা আপনি মোদিকে বলেছিলেন?
অধ্যাপক ইউনূস: হ্যাঁ, আমি তাঁকেই বলেছি।
মেহদি হাসান: তখন মোদি কী বলেছিলেন?
অধ্যাপক ইউনূস: তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ তাঁর পক্ষে সম্ভব নয়।
পরবর্তী অংশ আসছে চোখ রাখুন অধিকার পত্র ডটকম এ..........
শেখ হাসিনা ভারত আশ্রয় মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনা আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাক্ষাৎকার নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার
আপনার মূল্যবান মতামত দিন: