odhikarpatra@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১৪:১৮

odhikarpatra
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১৪:১৮

অধিকার পত্র ডেস্ক 

ঢাকা, 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে অংশ নিয়ে ৯ দিনের নিউইয়র্ক সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

তিনি এবং তাঁর সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সফরে, ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।
৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত “রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
২৯ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।
এছাড়া তিনি নানা দেশের রাষ্ট্র ও সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও একাধিক আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠক ও আলোচনায় অংশ নেন।

তিনি সফরে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও অন্য সহযোগীদের সঙ্গে বৈঠক ও সমন্বয় করেন।
সফরের সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনায় অংশ নেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সফরের শুরু ২২ সেপ্টেম্বর থেকে।



আপনার মূল্যবান মতামত দিন: