
অধিকারপত্র ডটকম ডেস্ক
ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় বুধবার বিশেষ একটি পুলিশের অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই অভিযানে অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্রসহ ৩০ গ্রাম হেরোইন জব্দ হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানটি অপরাধপ্রবণ এলাকায় দীর্ঘদিন ধরে চলমান নানা ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। গ্রেপ্তার তালিকায় রয়েছে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি সহ বিভিন্ন অভিযোগ থাকা ব্যক্তিরাও।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে—
হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।
পুলিশ জানায়, ধরা পড়া সবাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। অবিলম্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: