odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বান্দরবানে মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৫ ১৮:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৫ ১৮:৩৯

অধিকার পত্র ডেস্ক 

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র ডটকম) ডেস্ক 

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সোহান ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ও তার বন্ধু শাকিল বৃহস্পতিবার সকালে রিসোর্টে উঠেন। দুপুরে তারা নদীতে গোসল করতে নামলে হঠাৎ প্রবল স্রোতে ভেসে যান সোহান।সাঁতার জানা শাকিল কোনোরকমে তীরে উঠতে পারলেও তার বন্ধু সোহানকে উদ্ধার করতে পারেননি।

রিসোর্টের মালিক মো. আজিম জানান, অগ্রিম বুকিং ছাড়া তারা রিসোর্টে আসেন। সোহান নিখোঁজ হলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, চট্টগ্রাম থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: