odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

চট্টগ্রামে আগুনে পুড়েছে ঝুট কারখানা

odhikarpatra | প্রকাশিত: ৪ October ২০২৫ ২৩:০২

odhikarpatra
প্রকাশিত: ৪ October ২০২৫ ২৩:০২

অধিকার পত্র ডটকম

চট্টগ্রাম, ৪ অক্টোবর, ২০২৫ : চট্টগ্রাম নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় একটি ঝুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশে থাকা কয়েকটি সেমিপাকা ঘরও পুড়ে গেছে।আজ শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে ধীরে ধীরে আগুন জ্বলে ওঠে। পরে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে। পাশে থাকা কয়েকটি সেমিপাকা ঘরেও আগুন লেগে যায়। সেখানকার বাসিন্দারা কোনোভাবে প্রাণে রক্ষা পান। পাশে থাকা আরেকটি ভবনে কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভবনের বাসিন্দারা ঘর ছেড়ে নিচে নেমে আসেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পাওয়া যায়। ১০ মিনিটের মধ্যে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।



আপনার মূল্যবান মতামত দিন: