odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

‘খুব চিন্তায় সবাই, কী হবে’, ৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা! তাই কি উদ্বিগ্ন ভিকির পরিবার?

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ২৩:৫৪

৫ অক্টোবর ২০২৫,

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। গত বছর থেকে তাঁর মা হওয়ার জল্পনা চলছে। অবশেষে ৪২ বছরে মা হচ্ছেন অভিনেত্রী।

এই অক্টোবরেই মা হচ্ছেন ক্যাটরিনা কইফ। দীর্ঘ দিনের জল্পনার ইতি ঘটিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিকির সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ক্যাটরিনা। বিয়ের সাড়ে তিন বছরের মাথায় সন্তান আসছে। ভিকির পরিবারের সবাই খুশি। তবে পাশাপাশি তাঁরা নাকি বেশ চিন্তিতও। এক সাক্ষাৎকারে জানালেন ভিকির ভাই সানি কৌশল।

সানির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটা তো খুশির খবর। সবাই খুব খুশি।” সেই সঙ্গে সানি বলেন, “সবাই খুব চিন্তাতেও আছে! আমরা সকলেই ওই দিনটার অপেক্ষায় রয়েছি।”

কিছু দিন আগেই ক্যাটরিনার স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছেন তারকাদম্পতি। ছবিতে দেখা যায়, সাদা চাপা পোশাকে ক্যাটরিনা এবং তাঁর স্ফীতোদর স্পর্শ করে রয়েছেন ভিকি। ছবি ভাগ করে নিয়ে সেই সঙ্গে তাঁরা লেখেন, “আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছে। ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”

ক্যাটরিনা বরাবরই মা হতে চেয়েছিলেন। ২০২১ সালে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তার দশ বছর আগেই নাকি পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। পরিবার, স্বামী, সন্তান এই বিষয়গুলিকে তিনি বিশেষ মর্যাদা দেন বলেও জানিয়েছিলেন। ক্যাটরিনা বলেছিলেন, “অন্য রকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমি এমনই।”



আপনার মূল্যবান মতামত দিন: