odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
কুষ্টিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেছে এক প্রেমিকা

এবার বিয়ে করার অধিকারে অনশন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ March ২০১৮ ০২:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ March ২০১৮ ০২:৪৫

কুষ্টিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেছে এক প্রেমিকা। শুক্রবার দুপুর থেকে প্রেমিক এনামুলের বাড়ি শহরতলীর কুমারগাড়াতে অবস্থান নিয়েছে প্রেমিকা।
 
প্রেমিক এনামুল কুষ্টিয়ার অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের অফিস সহযোগী। সে কুমারগাড়া গ্রামের দবির উদ্দীনের ছেলে।
 
শুক্রবার গভীররাত পর্যন্ত প্রেমিকা এনামুলের বাড়ীতে অনশন চালিয়ে যাচ্ছিল। এর আগে সেখানে উপস্থিত হয়ে দেখা যায়, এনামুলের বাড়ীতে প্রেমিকা অনশনরত অবস্থায় বসে আছে।
 
অনশনরত তরুণী জানান, দীর্ঘ ৪ বছর ধরে এনামুল হকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ করে গত ২ দিন আগে থেকেই আমার ফোন রিসিভ করছে না। আমার বাবা ও মামা মিলে আমাকে অন্যত্র বিয়ের চেষ্টা চালাচ্ছে। আমি এনামুলকে ছাড়াও কাউকে বিয়ে করবো না। আমি এখানে এসেছি বিয়ে না দিলে আমার লাশ এখান থেকে বের হবে।
 
এ ব্যাপারে এনামুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়ীতে পাওয়া যায়নি এবং তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।
 
এনামুলের পিতা দবির উদ্দীন জানান, এই মেয়ে আসার পর থেকেই আমার ছেলে কোথায় গিয়েছে আমরা জানি না, এনামুলের ফোন বন্ধ পাচ্ছি। এনামুল আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
 
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ইজাজের সাথে যোগাযোগ হলে বলেন, এ বিষয় নিয়ে আমরা বিকেলে বসেছিলাম কিন্তু ছেলেকে পাওয়া যায়নি তাই কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে।


আপনার মূল্যবান মতামত দিন: