odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বান্দরবানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই

odhikarpatra | প্রকাশিত: ২৬ October ২০২৫ ১৪:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ October ২০২৫ ১৪:৫৯

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ : বান্দরবান জেলার থানচি উপজেলার বলীবাজার বাজারে রোববার দিনরাত মাঝারি সময় রাত দেড়টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। একটি চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

এই অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। দোকানদাররা জানিয়েছেন, তারা দোকান বন্ধ রেখে ঘুমাতে গিয়েছিলেন, হঠাৎ আগুনের বিকট শব্দে বেরিয়ে আসা ছাড়া কোনো মালপত্র উদ্ধার করতে পারেননি।

স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন লিডার পেয়ার মুহম্মদ জানান, খবর পেয়ে পৌঁছাতে ভয়াবহ ভৌগলিক অবস্থান কারণে সময় লেগেছে। তবে ৩৮ বিজিবি ও স্থানীয় জনসাধারণের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দক্ষিণাঞ্চলে অবস্থিত এই বাজার এলাকায় আগেও ২০২২ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২টি দোকান পুড়ে ছাই হয়েছিল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও সহায়তা নিয়ে প্রশাসনের তৎপরতা কামনা করেছে। 



আপনার মূল্যবান মতামত দিন: