odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নিউইয়র্কে যশোর সোসাইটি অব আমেরিকার নতুন কমিটি অভিষিক্ত

odhikarpatra | প্রকাশিত: ২৭ October ২০২৫ ০৪:২২

odhikarpatra
প্রকাশিত: ২৭ October ২০২৫ ০৪:২২

যুক্তরাস্ট্র প্রতিনিধি 

নিউইয়র্ক, ১২ অক্টোবর ২০২৫
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যশোর সোসাইটি অব আমেরিকা ইনক.-এর ২০২৫-২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান।

মূল তথ্য ও উপস্থিত অতিথিরা:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ও ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন বিশিষ্ট অ্যাটর্নি মঈন চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী, ক্যাপ্টেন আব্বাস, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, ও খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট খলিলুর রহমান। এছাড়াও প্রবাসী যশোরবাসী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন।

নতুন নেতৃত্ব:
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, এবং সাধারণ সম্পাদক হন জাহাঙ্গীর আলম
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পুলিশ অফিসার সরদার আল মামুন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান এসকে মিজানুর রহমান, মাহবুবুর রহমান, আবুল হাশেম, মেহেরুন্নেসা মুল্লিক মেরি, মজহারুল ইসলাম অনিক, ও মেহেদী আল-মামুন
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন রিফাত হোসেন, শাকিউল ইসলাম কনক, ইসানুর রহমান, মাহমুদুল কবির, জিয়াউর রহমান, তিফুর রহমান তুরাগ, এসএম গোলাম ফারুক, সোনিয়া পারভিন মুল্লিক, সাদিয়া মোহনা, মো. আমিনুল ইসলাম গনি, শরিফুল ইসলাম, শায়লা সুমিন হাসু, শাহিন সরদার, মারিয়া মৌ মৌসুমি, শাহিদুল ইসলামসহ আরো অনেকে।

সংশ্লিষ্টদের বক্তব্য:
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যশোর সোসাইটি অব আমেরিকা ইনক. কেবল একটি সামাজিক সংগঠন নয়, এটি প্রবাসে যশোরের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক।” তারা আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্ব যশোরবাসীর কল্যাণ ও কমিউনিটির উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যশোরবাসীর সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করার প্রত্যয়ে এই সংগঠন কাজ করে যাবে।

পটভূমি:
যশোর সোসাইটি অব আমেরিকা ইনক. বহু বছর ধরে প্রবাসে যশোর জেলার মানুষদের একত্রিত করে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: