লক্ষ্মীপুরের রামগতি উপজেলা-র আলেকজান্ডার বাজারে শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর অনুযায়ী, এক দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল আশপাশের দোকানে এবং মোট ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘ দিনের পরিশ্রমে স্থাপিত এসব দোকানে মুহূর্তেই বিপর্যয়ের আভাস পায় ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে এক ব্যবসায়ী বলেন, “ঋণ নিয়ে ব্যবসা করেছি, মুহূর্তে সব শেষ হয়ে গেল। কীভাবে পরিবার চালাবো?”
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন নিশ্চিত করেছেন যে প্রায় ২০টি দোকান পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ‘কোটি টাকার বেশি’ হতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। রামগতি ফায়ার স্টেশন অফিসার খোকন মজুমদার জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং উদ্ধারের কাজ এখনও শেষ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ আমজাদ হোসেন বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেয়া হবে।”

আপনার মূল্যবান মতামত দিন: