odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক

পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে: ক্ষতির মুখে বিনিয়োগকারীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক!”

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৫ ১৭:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৫ ১৭:৩৬

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) — বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (বিআরও ২০২৫)’ অনুযায়ী দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের ক্ষতি হলে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

মূল তথ্য:
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরও ২০২৫-এর ধারা ৪০ অনুযায়ী যদি কোনো ব্যাংক ‘রেজল্যুশন’ প্রক্রিয়ার শেষে লিকুইডেশনে (পরিসমাপ্তি) যায় এবং শেয়ারহোল্ডাররা তাতে তুলনামূলক বেশি ক্ষতির সম্মুখীন হন, তবে তাদের সেই ক্ষতির পার্থক্য অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবেন একটি স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী প্রতিষ্ঠান, যাকে বাংলাদেশ ব্যাংক নিয়োগ দেবে। পাশাপাশি সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনা করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের বক্তব্য:
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশটি আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। এতে আইএমএফ, বিশ্বব্যাংক এবং ওইসিডি’র প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
‘ইকুয়েটর’ নামের আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালিত বিশেষ পরিদর্শন অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলো বিপুল ক্ষতির মুখে পড়েছে এবং তাদের নিট সম্পদমূল্য ঋণাত্মক।
এ কারণে গত ২৪ সেপ্টেম্বর ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (বিসিএমসি) সিদ্ধান্ত নেয়—এই পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের ক্ষতির অংশ বহন করতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: