odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগকে ঠেকাতে মাঠে থাকবে ডাকসু: সাদিক কায়েম

odhikarpatra | প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫৬

প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয় | আপডেট: ১২ ন

ভেম্বর ২০২৫, ২১:৩৩**

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম ঘোষণা দিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ডাকসু মাঠে থাকবে।

সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন,
*“নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু। আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। আজ রাতে এবং আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল বেঁধে নেমে আসার আহ্বান জানাচ্ছি।”*

জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এদিন রাজধানীতে ‘লকডাউন’ কর্মসূচি ডেকে অনলাইনে প্রচার চালাচ্ছেন ক্ষমতাচ্যুত দলের নেতা–কর্মীরা।

এর আগে রাজধানীসহ বিভিন্ন স্থানে কয়েকটি বাসে আগুন লাগানো এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।


 



আপনার মূল্যবান মতামত দিন: