odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, বারবার পোড়ানো–ভাঙচুর করে আওয়ামী লীগকে দমানো যাবে না। জনগণকে সংগঠিত করে রাজনৈতিকভাবে প্রভাব কমাতে হবে। ভিডিওতে তিনি ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউ ঘটনা ও ভাস্কর্য ভাঙার সমালোচনা করেন।

বাড়ি পোড়ালে লাভ হবে না—মানুষের মন না বদলালে আ. লীগকে হারানো যাবে না: মোস্তফা ফিরোজ!”

odhikarpatra | প্রকাশিত: ১৪ November ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৪ November ২০২৫ ২৩:৫৩

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৫

সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ প্রশ্ন তুলেছেন—“পোড়া জিনিস বারবার পুড়িয়ে কি আওয়ামী লীগকে দমানো যাবে?” সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি বলেন, আওয়ামী লীগ শারীরিকভাবে মাঠে নেই, তবুও লকডাউন ঘোষণা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে তারা এমন ‘কম্পন’ ছড়িয়েছে যে ৪০–৪৫ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

মূল বক্তব্যসমূহ:

আওয়ামী লীগের ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউস্থ ভবনটি বারবার পোড়ানো হলেও দলটির ওপর এর কোনো কার্যকর প্রভাব পড়ছে না।

ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন—“তাতে কি হলো? অর্জনই বা কী?”

ফিরোজ বলেন, “আওয়ামী লীগ মাঠে না থাকলেও শুধু ঘোষণা দিয়ে পরিস্থিতি এমন তৈরি করলো যে সবাই ভয়ে কাঁপছে।”

সাংগঠনিক শক্তি দেখাতে বারবার পোড়ানো–ভাঙচুরের মাধ্যমে ‘বীরত্ব’ দেখিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জনগণকে সংগঠিত করে বোঝাতে হবে কেন আওয়ামী লীগ খারাপ—সেটিই হতে পারে রাজনৈতিকভাবে তাদের প্রভাব কমানোর পথ।


মোস্তফা ফিরোজের মন্তব্য:
“বারবার ভাঙা বাড়ি ভেঙে, ভাস্কর্য নষ্ট করে জয়ী হওয়া যাবে না। মানুষের মন থেকে আওয়ামী লীগকে বের করতে হবে।”

 

 



আপনার মূল্যবান মতামত দিন: