odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫
গাছ ফেলে যানজট, বাসও ক্ষতিগ্রস্ত”

গোপালগঞ্জে রাতের আঁধারে মহাসড়ক অবরোধের চেষ্টা, যানজট সৃষ্টি

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৩:২০

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৩:২০

অধিকার পত্র ডটকম, 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রবিবার (১৬ নভেম্বর) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অজ্ঞাত ব্যক্তি মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা করে।

ঘটনাস্থল হলো গোপালপুর বাজার এলাকা। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ করে মহাসড়কে গাছ ফেলা হলে দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। একই সময়ে ঢাকা থেকে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ এবং রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ধরনের ঘটনা এলাকায় জনজীবনকে বিপদে ফেলার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকে ব্যাহত করতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: