অধিকার পত্র ডটকম :
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সংলাপে আজ রোববার শুরুতেই ঘটে উত্তেজনা। ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান আবুল হাসানাত আমিনীর অনুসারীরা সংলাপে যোগ দিতে গেলে আপত্তি তোলে দলটির বর্তমান নেতৃত্বের প্রতিনিধিরা।
সংলাপ শুরু হওয়ার আগেই ইসলামী ঐক্যজোটের বর্তমান চেয়ারম্যান মাওলানা আবদুল কাদিরের প্রতিনিধিরা অভিযোগ করেন—“গত নির্বাচনে অংশ নেওয়া ফ্যাসিবাদের দোসররা এখানে বসে আছে।”
ইসি সচিব আখতার আহমেদ দলগুলোর কাছে লিখিত দাওয়াতপত্রের হার্ডকপি দেখতে চান। বর্তমান কমিটির প্রতিনিধিরা হার্ডকপি দেখালেও আমিনী অনুসারীরা তা দেখাতে ব্যর্থ হন।
এ কারণে সচিব তাঁদেরকে সংলাপকক্ষের বাইরে যেতে নির্দেশ দেন।
বের হয়ে যাওয়া পক্ষের প্রতিনিধি মাওলানা আলতাফ হোসেন, যিনি নিজেকে দলটির যুগ্ম মহাসচিব দাবি করেন, সাংবাদিকদের বলেন—
“দলের নিবন্ধন আমাদের নামে। দাওয়াত আমাদের দেওয়ার কথা। আমাদের দাওয়াতপত্র ব্ল্যাকমেল করে অন্য পক্ষ নিয়ে গেছে।”
দ্বন্দ্বের পেছনের ইতিহাস
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর দলটির সাবেক চেয়ারম্যান হাসানাত আমিনী পদত্যাগ করেন এবং কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে মাওলানা আবদুল কাদিরকে চেয়ারম্যান এবং মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয়।
এর ফলে দলটি এখন দুই ভাগে বিভক্ত—যার প্রতিফলন দেখা গেল আজকের ইসির সংলাপেও।
সিইসির বক্তব্য
সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানান—
ইসি দায়িত্ব নেওয়ার পর থেকে ভোটার তালিকা হালনাগাদসহ উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। তিনি বলেন,
“সুন্দর নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। দলগুলো মানুষের সঙ্গে সরাসরি কাজ করে, তাই তাঁদের পরামর্শ গুরুত্বপূর্ণ।”
সিইসি আরও বলেন,
“আচরণবিধি সবাই মেনে চললে সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ সম্ভব।”
সকালে সংলাপে অংশ নেওয়া দলগুলো
- গণফোরাম
- গণফ্রন্ট
- ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ
- ইসলামী ঐক্যজোট
- বাংলাদেশ সুপ্রিম পার্টি (BSP)
- বাংলাদেশ জাতীয় পার্টি

আপনার মূল্যবান মতামত দিন: